Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Obohela Lyrics (অবহেলা) Samz Vai Bangla Song

 Obohela Lyrics by Samz Vai :


Obohela Song Is Sung by Samz Vai. Starring: Tanvir Paros, Rojoni And Ashik Shuvo. Valobashar Bodole Shudhu Korecho Obohela Lyrics In Bengali Written by Samz Vai.

Song : Obohela
Vocal, Lyrics & Tune : Samz Vai
Directed by : Nazmus Shakib
Edit : YT Hasibur Rahman



Obohela Song Lyrics In Bengali :


আমার সপনে আমার লেখা গানে
তুমি শুধু সেই মেয়ে,
কোথায় হারালে আমাকে ছেড়ে
বলোনা কোন সে দূরে।
আমারও একা থাকা আর ভালো লাগে না
কি করি তোমায় ছাড়া আমি কিছুই বুঝিনা।

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা,
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।

আর কত রাত এভাবে থাকবো
তুমি হিনা আর কতো রাত কাটাবো,
জানো না তুমি কেন বোঝোনা
কতটা বেসেছি ভালো।

কি ভুলে তুমি গেছো চলে
সব কিছু করে এলমেলো,
আহারে জিবন তুমি হিনা
কাটেনা আর আমার,
তোমারই মাঝে দেখেছি আমি
কতো সপনো হাজার..

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা,
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা। 


Post a Comment

0 Comments