Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Amarto Keo Nei Tumi Chara Lyrics (আমারতো কেউ নেই তুমি ছাড়া) Belal Khan | Nodi

 Amarto Keo Nei Tumi Chara Lyrics by Belal Khan And Nodi :


Song : Amar To Keu Nei Tumi Chara
Singer : Belal Khan & Nodi
Lyrics : A Mizan
Composer : Belal Khan
Music : M A Rahman
Director : Sohel Raaz
Assistant Director : Sultan Hosen Neer,
Sk Shawon Ahmed, Maruf Hasan, Bishal Ahmed
Cinematographer : Rony Khan
Factory : Runner


Amarto Keo Nei Tumi Chara Lyrics (আমারতো কেউ নেই তুমি ছাড়া) Belal Khan | Nodi


আমারতো কেউ নেই তুমি ছাড়া

তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জ্বলে তারা।

যদি কোনোদিন, হই তুমি হীন
চোখে নামবে খুব শ্রাবন ধারা।
হো.. যদি কোনোদিন, হই তুমি হীন
চোখে নামবে খুব শ্রাবন ধারা।

আমারতো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জলে তারা।।

আবেগী উঠোনে তোমার হাওয়া
রোদ্দুর ছুঁয়ে যায় আমাকে,
বলে যায় মন শুধু বারেবার
তোমার মতো ভালোবাসবে কে?

হৃদয়ে ডুবে যাও, যেভাবে তুমি চাও
করে দাও পাগলপারা ..
 
আমারতো কেউ নেই তুমি ছাড়া
তোমার প্রেমে মন দিশেহারা,
আমার আকাশের নীলে নীলে
তুমি নামের শুধু জ্বলে তারা।।

জমানো সুখেরা তোমার নামে
আরও সুখে সুখে মেতেছে,
চাওয়া পাওয়াতে শুধু তুমি
তোমার মতো আপন কে আছে?

হৃদয়ে ডুবে যাও, যেভাবে তুমি চাও
করে দাও পাগলপারা ...

Post a Comment

0 Comments