Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি।Ami Rup nogorer raj konna ruper zadu anesi

Singer - Shima, Rizan & Alvee Music - Alvee Al Berunee Mix & Master - Alvee Studios Rap Verse - Rizan & Siam Hook Verse - Azizur Rahman

 


আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি

নয়নের-ই ভান দিয়ে গো
যৌবনের দোল দিয়ে গো
নয়নের-ই ভান দিয়ে গো
যৌবনের দোল দিয়ে গো
নুপুরেরও তালে তালে তোমায় আমি বেঁধেছি
জানি গো, জানি ওগো তোমারে যে বেঁধেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

সবার চোখে রং লাগিয়ে
সবার মনে ঢেউ জাগিয়ে
সবার চোখে রং লাগিয়ে
সবার মনে ঢেউ জাগিয়ে
নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি
জানি গো, জানি সবার মনকে নিয়ে চলেছি

আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি

Post a Comment

0 Comments